এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা

চলে গেলেন না ফেরার দেশে বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা মঞ্জুর হোসেন

চলে গেলেন চলচ্চিত্রের আরেক বর্ষীয়ান অভিনেতা মঞ্জুর হোসেন..ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন।

আজ দুপুর ১২.৩০ মিনিটে তিনি বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঞ্জুর হোসেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ছিলেন।

তার জন্ম ১৯৩৭ সালে। সে হিসেব অনুযায়ী তার বয়স হয়েছিলো ৮১ বছর। মঞ্জুর হোসেন অভিনীত প্রথম সিনেমা ‘রাজধানীর বুকে’। এরপর তিনি হারানো দিন, পয়সে, ধারাপাত, সাত রং, তালাশ, শীত বিকেল, বন্ধন, মিলন, কাজল, নবাব সিরাজউদ্দৌলা, কাঞ্চন মালা, ছোট সাহেব, বাজানা, রূপবান, নয়ন তারা, তুম মেরে হো, কুলি, মুক্তি, সংসার, নোলক, শাহজাদী গুলবাহার’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন।

তার প্রযোজিত পরিচালিত দুটি সিনেমা হচ্ছে ‘সমাপ্তি’ ও ‘দুটি মন দুটি আশা’। জীবনের শেষ সময়ে এসে  মঞ্জুর হোসেন ব্যবসাতেই মগ্ন ছিলেন বেশি। রাজধানীর নবাবপুরে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো যার পরিচালনা করতেন তার সন্তানেরা। অভিনয় না করলেও প্রায় সময়ই তিনি বিএফডিসিতে আসতেন। তবে বিগত প্রায় দুই বছর যাবত তাকে আর এফডিসিতে দেখা যায়নি।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, মঞ্জুর হোসেনের মরদেহ এখনো বনানীতে তার বাসভবনেই আছে। রাতে বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। দুই ছেলের মধ্যে এক ছেলে দেশের বাইরে আছেন। তিনি আসার পর সিদ্ধান্ত নেয়া হবে তার মরদেহ এফডিসিতে নেয়া হবে কী না।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official