প্রার্থিতা ফিরে পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ রোববার হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, ‘প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থিতা বাতিল করে। আপিল করলে নির্বাচন কমিশনও (ইসি) আমার প্রার্থিতা বাতিল করেছিল। পরে আমি হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট আমার প্রার্থিতা গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দেন ও আমাকে প্রতীক বরাদ্দেরও নির্দেশনা দিয়েছেন। এখন আমি আমার নির্বাচনী এলাকায় (কুড়িগ্রাম-৪) গিয়ে গণসংযোগে মনোযোগ দেব।
এর আগে ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।