এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

বরিশালে মহান বিজয় দিবসে আওয়ামীলীগ এর বর্ণাঢ্য র‌্যালী

অনলাইন ডেক্স:

মহান বিজয় দিবসে বরিশালে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে বরিশাল নগরের সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর আওয়ামীলীগ যৌথভাবে বিজয় মিছিল বের করে। মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা হাতে নিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, নৌকার পদপ্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম জনতার উদ্দেশ্যে সালাম প্রদর্শন করে ও এমপি তালুকদার মোঃ ইউনুস পদযাত্রা করেন। বিজয় মিছিলে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসেনসহ নেতা-কর্মীরা।

দিবসের সকালে বরিশাল কালেক্টরেট কার্যালয় চত্বরে মৃক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানান পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি (মন্ত্রী), আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ,  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সংসদ সদস্য জেবুন্নেচ্ছা আফরোজ, সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, , বরিশাল সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামিম।

এরপর বরিশালের জেলা প্রশাসক, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ১৪দল নেতৃবৃন্দ, জেলা জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি ফুলদিয়ে শ্রদ্ধা জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে সকালে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্ধোধন করেন, বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

বরিশাল পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজে অংশ গ্রহন করে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official