মাজার জিয়ারত ও নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার সিলেটে এসেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল, শাহপরাণ ও বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বেলা সোয়া ৩টায় আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।
আলীয়া মাঠে জনসভাস্থলে শেখ হাসিনার গাড়িবহর পৌঁছামাত্র তাকে নিয়ে গান ধরেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। ‘ঝিলমিল ঝিলমিল করেরে শেখ হাসিনার নাও’ গানের সুরে সুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কামরান।
এসময় মাঠে উপস্থিত নেতাকর্মীরা ‘নৌকা নৌকা’ শ্লোগানে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।