চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ককটেল হামলার ঘটনায় আহত হয়েছেন দুই জন।
শুক্রবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, রহনপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সহ-সভাপতি আদর আলী ও দলীয় অফিসের অফিস সহকারী সাব্বির রহমান রনি।
জানা যায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। এতে দু’জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী হেলমেটধারী দু’জন যুবক চলন্ত অবস্থায় রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি এবং একই সময় শহরের কলেজমোড় এলাকায় দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ও গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।