26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজণীতি

চট্টগ্রামে পোস্টার নেই বিএনপির

চট্টগ্রাম মহানগরের তিনটি সংসদীয় আসনে বিএনপির তিনজন প্রার্থী আছেন। তিনজনই বিএনপির হেভিওয়েট প্রার্থী। তবে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার, লিফলেট, ব্যানার ও মাইকিংয়ে কোথাও দেখা যাচ্ছে তাদের। হাতে গুণা কিছু প্রচারণা দেখা গেলেও তা ভোটারদের নজরে আসছে বলে জানা গেছে।

তবে নগর বিএনপির অভিযোগ, বিভিন্ন স্থানের দেওয়ালে পোস্টার ও ব্যানার লাগানো হচ্ছে, কিন্তু তা কে বা কারা ছিঁড়ে ফেলছে।

দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন (বর্তমানে কারাগারে), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনজন প্রার্থীই দলের শীর্ষ স্থানীয় হলেও পোস্টার-ব্যানারে তাদের প্রচারণা কমই লক্ষণীয়। তবে ওয়ার্ডে ওয়ার্ডে তারা গণসংযোগ করছেন বলে জানা গেছে।

সরেজমিন নির্বাচনী এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, বিএনপির প্রার্থীর পোস্টার-ব্যানার অধিকাংশ স্থানেই দেখা যায়নি। তাছাড়া কোথাও দেখা যায়নি নির্বাচনী প্রচারণার ক্যাম্প, মিছিল ও পথসভা। চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনের ঘাটফরহাদবেগ, পাথরঘাটা, দেওয়ান বাজার, চকবাজার, দিদার মার্কেট এলাকা, কাজেম আলী রোড এবং ডবলমুরিং এলাকার নয়বাজার, ঈদগাহ, পানির কল, বউ বাজার, হালিশহরসহ বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর ব্যানার পোস্টার দেখা যায়নি। তাছাড়া বন্দর-পতেঙ্গা আসনের বিভিন্ন এলাকায়ও দেখা যায়নি পোস্টার-ব্যানার।

নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান বলেন, ‘আমরা নির্বাচনী এলাকায় পোস্টার-ব্যানার লাগলেও তা ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রথম দিকে পোস্টার লাগালেও ছিঁড়ে ফেলার কারণে এখন আর লাগানো হচ্ছে না। তবে আমাদরে প্রার্থীদের গণসংযোগ অব্যাহত আছে। যদিও বিভিন্ন স্থানের  গণসংযোগে হামলা করা হচ্ছে। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেওয়া নিয়েও শঙ্কায় আছেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official