ঢাকা- রাজধানীর শাহজাহানপুর এলাকায় টাকা বিলির সময় বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ সময় তাদের কাছ থেকে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার বেলা আড়াইটার দিকে মহিদ ও শহিদ নামে এই দুজনকে গ্রেফতার করা হয়। তারা ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থীর ভাই মির্জা খোকনের বন্ধু বলেও জানিয়েছেন গোয়েন্দারা।
পুলিশ বলছে, ভোটারদেরকে প্রলুব্ধ করতে এই টাকা বিতরণ করছিলেন এই দুই জন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুল ইসলাম দাবি করেন, আমাদের কাছে বিদেশি টাকায় ভোট কেনা-বেচার তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজন ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতেছিল। এসময় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।