এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ

বাগেরহাটে পিতা-পুত্রের বিশাল জয়

বাগেরহাটে ৪টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসন বিজয়ী হয়েছেন। বাগেরহাট-১ আসনে (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) মোট কেন্দ্র ১১০টি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ২৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৩৪৯ ভোট।বাগেরহাট-২ আসনে (সদর-কচুয়া) মোট ভোট কেন্দ্র ১১৯টির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হেলালের ছেলে শেখ তন্ময় পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৯১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯০ ভোট।এদিকে বাগেরহাট-৩ আসনে (রামপাল-মোংলা) ৯৬টি কেন্দ্রের সব কটির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার পেয়েছেন ১লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট।বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) ১৪৩টি ভোটকেন্দ্রের  রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন পেয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত আব্দুল আলীম পেয়েছেন হাওলাদার পেয়েছেন ২ হাজার ২৫১ ভোট।  তবে বিকেলে ঐক্যফ্রন্ট মনোনীত বাগেরহাট জেলার ৪ প্রার্থী খুলনায় সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেন।বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের ৪৬৮টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এই কেন্দ্রগুলোর মধ্যে কোন কেন্দ্র স্থগিত হয়নি।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official