এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

বিপিএলে সাত দলের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বেজে গেছে।আগামী শনিবার ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। এরমধ্যেই অনুশীলনে নেমে গেছে অংশগ্রহণকারী ৭টি দল। আসা শুরু করেছে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা।

বিপিএলের ষষ্ঠ আসরে যোগ দিচ্ছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব এর আগেও কয়েকবার অংশ নিয়েছেন জাঁকজমক এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো এবারই দুই অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার যোগ দিচ্ছেন বিপিএলে।দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হচ্ছে ছোট ফরম্যাটের এই আসরে খেলবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সও।গেল ২৮ অক্টোবর ঢাকার এক পাঁচ তারকা হোটেলে নিলামের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ দল পায় ফ্রাঞ্চাইজিগুলো।
এবার মাঠের লড়াইয়ের পালা।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইর্ডাস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে এবারের বিপিএলের যাত্রা শুরু হবে।৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

এবার এক নজরে দেখে নেই ষষ্ঠ আসরের বিপিএলের দলগুলোরংপুর রাইডার্স  দেশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।

বিদেশি ক্রিকেটার ক্রিস গেইল,এবি ডি ভিলিয়ার্স,অ্যালেক্স হেলস,রবি বোপারা, রিলে রুশো,শেন উইলিয়ামস, বেনি হাওয়েল,শেলডন কটরেল।ঢাকা ডায়নামাইটসদেশি ক্রিকেটার সাকিব আল হাসান,শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান,রুবেল হোসেন,কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান,শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।বিদেশি ক্রিকেটার সুনিল নারিন,রোভম্যান পাওয়েল,কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল রাজশাহী কিংসদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (আইকন),মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ,জাকির হাসান,আলাউদ্দিন বাবু,আরাফাত সানি, ফজলে রাব্বি,সৌম্য সরকার,মার্শাল আইয়ুব,কামরুল ইসলাম রাব্বি, শাহ্‌রিয়ার নাফিজ।

বিদেশি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ,ক্রিস্টিয়ান জাঙ্কার, ইসুরু উদানা, লরি ইভেনস, রায়ান টেন ডেসকাট, কাইস আহমেদ,সেকুগে প্রশন্ন।সিলেট সিক্সার্সদেশি ক্রিকেটার লিটন দাস (আইকন),নাসির হোসেন,সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ,মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়,নাবিল সামাদ,এবাদত হোসেন,অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা। বিদেশি ক্রিকেটারসোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে,ফ্যাবিয়ান অ্যালেন,মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।খুলনা টাইটানসদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন),আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল আমিন,তাইজুল ইসলাম,শরিফুল ইসলাম,জহুরুল ইসলাম অমি, জহির খান,শুভাশিষ রায়,জুনায়েদ সিদ্দিকী,তানভীর ইসলাম,মাহিদুল ইসলাম অঙ্কন।

বিদেশি ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, সেলফেইন রাদারাফোর্ড,লাসিথ মালিঙ্গা,ইয়াসির শাহ,ব্রেন্ডন টেলর।কুমিল্লা ভিক্টোরিয়ানসদেশি ক্রিকেটার তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া উর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ,সঞ্জিত সাহা।

বিদেশি ক্রিকেটার স্টিভ স্মিথ, শহীদ আফ্রিদি,শোয়েব মালিক, থিসারা পেরেরা, এভিন লুইস, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।চিটাগং ভাইকিংসদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম (আইকন), মোহাম্মদ আশরাফুল, সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু যায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম।বিদেশি ক্রিকেটার সিকান্দার রাজা, লুক রঙ্কি, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, নাজিবুল্লাহ জাদরান।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official