ঢাকায় উবারের মোটরসাইকেল ‘উবারমটো’ চালু হয়েছে। প্রথম যাত্রী হিসেবে উবারমটোর রাইড নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চালু হয় উবারমটো। এর মধ্য দিয়ে উবারের একই অ্যাপসে ট্যাক্সির পাশাপাশি মোটরসাইকেল ফিচারটিও যুক্ত হলো। প্রথম রাইড নেওয়ার পর ক্রিকেট তারকা মাশরাফি বলেন, রাইড নিয়ে আমি খুশি। যানজটে বসে না থেকে দ্রুত আসতে পারলাম। পার্টনার আমাকে হেলমেট পরতেও উৎসাহিত করলেন।
অ্যাপস্ সংশ্লিষ্টরা জানান, এতোদিন ঢাকায় শুধু উবারে কার-ট্যাক্সি মিলতো। এখন থেকে মোটরসাইকেলও মিলবে। উবারমটোতে বেইস ফেয়ার ৩০ টাকা। ট্রিপের সময় প্রতি মিনিট ১ টাকা ও প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা।
সরকার রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়নের আগেই এ নিয়ে উবারমটোসহ ৫টি সক্রিয় মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপস্ চলছে ঢাকায়।
গত ফেব্রুয়ারি মাসে ভারতের হায়দ্রাবাদ শহরে প্রথম মোটরাসাইকেল রাইড শেয়ার সেবা দেওয়া শুরু করে উবার। পরের মাসে বেঙ্গালুরুতে চালু হয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ব্যাংককে উবার ‘মোটরসাইকেল ট্যাক্সি সার্ভিস’ চালু করে। কিন্তু ভারত ছাড়া উবারমটো আর কোথাও ততোটা জায়গা করে নিতে পারেনি। ঢাকায় গত বছরের ২২ নভেম্বর চালু হয় আন্তর্জাতিক অন ডিমান্ড ট্যাক্সি সার্ভিস উবার। পরের মাস ডিসেম্বরে চালু হয় পাঠাও। দুই সপ্তাহ আগে কিছুটা বাড়তি ভাড়ায় পাঠাও কারস নামে একই অ্যাপসে চালু হয়েছে ট্যাক্সি সার্ভিসও।