সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ও নির্বাচনের সময় জনগণের আস্থা ধরে রাখতে সফল হয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার পূর্বাচল সংলগ্ন জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
জেনারেল আজিজ বলেন, নির্বাচনের দিন কিছু জায়গায় হতাহতের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ নিরাপদে ছিলো।
সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন জেনারেল আজিজ আহমেদ।