বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা টাইটান্স। গতবার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দারুন খেলেছিল দলটি। আশা জাগিয়েছিল ফাইনাল খেলার। কিন্তু গেইল ঝড়ে থেমে যায় তাদের যাত্রা।এবারও সেই গেইলের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে খুলনার যাত্রা।
অন্য দিকে এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স। আজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫:২০ মিনিটে শুরু ম্যাচটি।
রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ:
রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, হেলস, মিঠুন, মেহেদী মারুফ, রবি বোপারা, বিনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি, সোহাগ গাজি, নাজমুল ইসলাম, সফিউল ইসলাম।
খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ: ডেভিড মালান, পল স্টার্লিং, নাজমুল ইসলাম শান্ত, ব্রেন্ডন টেলর, কার্লোস ব্র্যাথওয়েট, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, আল আমিন, সরিফুল ইসলাম, শুভাশিষ রয়, তাইজুল ইসলাম।