ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কলকাতাগামী স্পাইস জেটের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্পাইস জেটের উড়োজাহাজটি বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাওয়ার সময় পেছনের দিকে বাম পাশের একটা চাকার বিয়ারিং ভেঙে যায়।
এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান জানান ‘এ সময় কোনো আগুন না ধরলেও ধোঁয়া বের হয়। ট্যাক্সিওয়ের পাশে ছিল ফায়ার সার্ভিসের কার্যালয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। ’
তিনি আরও বলেন, প্লেনটির ৭৮ জন আরোহীর সবাই নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে টার্মিনালে অপেক্ষা করছেন তারা। নতুন চাকা লাগানো হলে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি গন্তব্যে রওনা দেবে বলে জানান এএসপি আশরাফ।
দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিকে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।