এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো সর্বশেষ রাজার পদত্যাগের পর তিনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন।

রাশিয়ার সাবেক এক সুন্দরীকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়ার পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।

ঐতিহ্যবাহী পোশাক পরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ক্রীড়া-প্রেমী এ সুলতান কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে শপথ নেন। অনুষ্ঠানটি টেলিভিশনে জাতীয়ভাবে প্রচার করা হয়। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও কয়েকশ’ অতিথি উপস্থিত ছিলেন।

শপথ নেয়ার আগে ৫৯ বছর বয়সী এ রাজাকে জাতীয় পার্লামেন্টে স্বাগত জানানো হয় এবং তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন। তার পূর্বসুরি পঞ্চম সুলতান মুহাম্মাদ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মাত্র দু’বছর পর এ মাসে পদত্যাগ করেন। মস্কোর এক সাবেক সুন্দরীকে তিনি বিয়ে করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। আর এর পরপরই তিনি দায়িত্ব ছেড়ে দেন।

খবরে বলা হয়, তার পদত্যাগের আনুষ্ঠানিক কোন কারণ উল্লেখ করা না হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে এই প্রথমবারের মতো মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করলেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official