অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র সংলগ্ন ডোবা থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নীরব (১৯) নামে ও পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত নীরব কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা নাঈম খানের ছেলে। উপজেলার মেদেনীমন্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীরব বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন।
লৌহজং থানার ওসি মনির হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের উত্তর পাশের একটি ডোবা থেকে ওই পরীক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাকে কি কারণে ও কীভাবে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, নীরব নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবারই লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশ।