অনলাইন ডেস্ক:
গতকাল ৩১ জানুয়ারি বিকাল ৪ টায় জেলা প্রশাসক বরিশাল এর অফিস কক্ষে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-২০১৯ (বিভাগীয় পর্যায়) এর চ্যাম্পিয়ান হওয়ায় জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বরিশাল জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমান বলেন আজ অনুধর্ব-১৪ বিজয়ী হয়েছো একদিন জাতীয় দলে খেলবে তবে খেলার পাশাপাশি নিজেদের শিক্ষিত করে তুলতে হবে তার জন্য খেলার পাশাপাশি লেখাপড়ার এগিয়ে যেতে হবে। তোমাদের প্রতি আমার শুভকামনা রইলো, ভবিষ্যতে তোমাদের পাশে আমি আছি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল আখতার (শিক্ষা ও আইসিটি), সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবতী , দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার।
বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় বরিশাল জেলা চ্যম্পিয়ান হয়। পরে জেলা প্রশাসক খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।