দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে জনসাধারনের সাধারন ধারনা জন্মেছে যে, দুদক দুর্বলদের বিরুদ্ধে অবস্থান নিলেও সমাজের রাঘব বোয়ালদের বিরেুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দুদক নিয়ে এমন মন্তব্য করেছেন উচ্চ আদালত।
কোচিং বাণিজ্য নিয়ে করা রিটের শুনানীতে হাইকোর্ট বলেন, কোচিং বাণিজ্য কারা করে তা সবাই জানে, কিন্তু ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে দুদক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে আসছে কিনা তা নজরদারি করছে।
হাইকোর্ট বলেন, বড় বড় রাঘব বোয়াল ধরে এনে ছেড়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না দুদক।