বিপিএল সিজন সিক্সের ফাইনাল কাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি)। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে।
টানা তিন জয় প্রেরণা সাকিবের দলের। অন্যদিকে টিম স্পিরিটে অদম্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমবার অধিনায়ক হিসেবে বিপিএল জয়ের হাতছানি ইমরুল কায়েসের সামনে।
নতুন মোড়কে শুরুর পর কুমিল্লা ঢাকা রংপুরেই ঘুরেছে বিপিএলের শ্রেষ্ঠত্ব। এবার নতুন কোন দলের হাতে নয়। ঢাকা কুমিল্লা ফাইনালে মুখোমুখি একে অন্যকে ছাড়িয়ে দ্বিতীয় শিরোপার খোঁজে।
মাঠের পারফরম্যান্স আর ধারাবাহিকতার বিচারে এগিয়ে ভিক্টোরিয়ান্স। দলের শক্তিতেও ভারসাম্য। রিজার্ভ বেঞ্চ বড় থাকায় প্রতিপক্ষ অনুযায়ী একাদশ সাজানোর সুবিধাটাও পান মোহাম্মদ সালাউদ্দিন।
আগের ম্যাচে সফল হওয়া সনজিত সাহা ও মেহেদি ট্রাম্পকার্ড বোলিংয়ে। এভিন লুইসের সঙ্গে তামিম এনামুল, থিসারা পেরেরারাও আছেন ছন্দে। সাকিব মাশরাফীর বাইরে বিপিএল জয়ী তৃতীয় অধিনায়ক হওয়ার কৃতিত্ব দেখানোর হাতছানি ইমরুল কায়েসের সামনে।
কুমিল্লার সঙ্গে মুখোমুখি দুই দেখাতেই এবার হেরেছে ঢাকা। তবে রংপুরকে বিদায় করে ভিক্টোরিয়ান্সই প্রমান করেছে, লিগ পর্বের ফল নকআউটে বিবেচ্য নয়।
তাই টানা তিন জয়ে দারুন উদ্বুদ্ধ একটা সময় বিপিএলে টিকে থাকতে সংগ্রাম করা ঢাকা। গ্রুপের শেষ ম্যাচ থেকে তাদের প্রতিটা লড়াই-ই নকআউট।বিরতিহীন সূচি ও একটা বেশী ম্যাচের ধকল নিয়ে নামতে হচ্ছে ঢাকাকে। ফাইনালের আগে তাই বিশ্রামে ছিলো খালেদ মাহমুদের দল।
বিপিএল গভর্নিং কাউন্সিল ফাইনাল পূর্ববর্তী কোন সংবাদ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়নি। ডায়নামাইটসও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জয়ের লক্ষ্যের কথা দ্বিতীয় কোয়ালিফায়ারের পরই জানিয়ে গেছেন রুবেল হোসেন।
ঢাকার উইকেট রহস্যের। তাই টসটা ফ্যাক্টর। তবে ফাইনাল আগে সমীকরনটা ভাগ্যেরও। শেষ পর্যন্ত কাগজের শক্তিকে মাঠে অনুদিত করা দুই ফেভারিটই শিরোপা উৎসবের অপেক্ষায়।