মোঃ আবু সুফিয়ান শেখ
স্বাধীনতা তুমি গ্রাম বাংলার মৃদু হাসির সুর,
স্বাধীনতা তুমি মুক্তিসেনার স্বপ্ন বহুদুর।
স্বাধীনতা তুমি গ্রাম বাংলার নব বধূর চলন,
স্বাধীনতা তুমি লাল সবুজের নতুন একটি গড়ন।
তোমার জন্য হাজারো প্রান,
হাজারো মনের ডাক,
তোমার স্মৃতিতে ক্লান্ত শিশুর
আমার বাংলা’ নামের বাক।
তোমার জন্য লক্ষ মানুষের
দান কৃত সেই প্রান,
তোমায় সেবিতে মাটি মানুষের জন্য
বিলায়েছে যারা প্রান।
তুমি সেই প্রানের স্বাধীনতা
তুমি সেই অন্তরেরই কথা।
যাহার জন্য আজো বাঙালি আজো স্বপ্ন দেখে,
যাহার জন্য ঐ পথিকে জয় বাংলা আঁকে।
তোমার জন্য মুজিবের কথা অমরত্ব পায়,
ওসমানীর সেই প্যারেড স্বপ্ন একে যায়।
শেখ মুজিবের ভাষনে আজো কম্পিত হয় সুর,
স্বাধীনতা তোমায় নিয়ে যাব আমি বহুদূর।