কতদিন ধার করে চলবেন-বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের কাছে প্রশ্ন রেখে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিজেএমসিকে নিজের টাকায় চলতে হবে। বারবার সরকারের কাছে হাত পেতে চলা যাবে না।
রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে বিজেএমসি ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিলের প্রকল্প প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সুশাসন চাই, ভালো ব্যবস্থাপনা চাই। পাট শিল্পকে ধ্বংস হতে দেয়া যাবে না। এ ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি থাকলে পাটখাত কোনো দিন উন্নত হবে না। এখাতে দুর্নীতি দূর করার সঙ্গে সঙ্গে সুশাসনের ব্যবস্থা করতে হবে। তবেই পাট শিল্প টিকে থাকবে।’
বিজেএমসির মিলগুলোর আর্থিক অবস্থা উপস্থাপনের নির্দেশ দিয়ে পাটমন্ত্রী বলেন, ‘কোন মিল লাভে আছে আর কোনটা লোকসানে সেটা বের করতে হবে। বেসরকারি মিলগুলো লাভে থাকলে সরকারিগুলো কেন লোকসানে সেটা জানতে হবে। চাহিদা নির্ধারণ ও বাজার বিশ্লেষণ করে করে বিজেএমসিকে পণ্য উৎপাদন করতে হবে যাতে পণ্য অবিক্রিত না থাকে। বিজেএমসির মিলগুলোকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে।’
বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাছিমের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে খুঁজে বের করুন। কারা দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করুন। প্রয়োজনে শাস্তির আওতায় আনুন। একই সঙ্গে সরকারি পাট মিলে শ্রমিকের সংখ্যা কত, শ্রমিকরা ওভারটাইম পাচ্ছে কিনা সেটাও খুঁজে বের করুন। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে সেখানে সরকারি প্রতিষ্ঠান লোকসান গুনবে, এটা মেনে নেয়া হবে না।’
এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।