প্রথম ইনিংসে পিছিয়ে ১০৯ রানে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি সেখানেই অনেকটা ‘হেরে’ যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর চতুর্থ ইনিংসে যখন ৩৩৩ রানের লক্ষ্যের সামনে দাঁড়িয়ে, তখন স্বাগতিকদের জয়ের সম্ভাবনা নিয়ে ভাবেননি তেমন কেউ।
কিন্তু মাহমুদুল হাসানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে কাল ঠিকই তিন উইকেটের অসাধারণ এক জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে দুই ম্যাচ সিরিজে ইংল্যান্ডের যুবাদের তারা হোয়াইটওয়াশ করল। ঠিক যেমনটা করেছিল তিন ম্যাচের ওয়ানডে এবং এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।
কাল চট্টগ্রামে এক উইকেটে ৩৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশের তরুণরা। ওপেনার তানজিদ হোসেন করেন ৫১ রান। এরপর পঞ্চম উইকেটে তৌহিদ হৃদয়ের (৭৬) সঙ্গে ১৪২ রানের জুটিতে স্বাগতিকদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন মাহমুদুল। নিজে ১১৪ রান করে আউট হলেও স্বাগতিকরা ম্যাচ জেতে তিন উইকেটে।