মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানিয়েছেন, প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক বর্তমানে বাস্তবায়নাধীন ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ১৯৯৬-৯৭ হতে ২০১৮-১৯ অর্থবছরের জানুয়ারি-২০১৯ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৭০ জন সুফলভোগীর মাঝে সর্বমোট ৮৭ কোটি ১৮ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এর বিপরীতে আদায়কৃত অর্থের পরিমাণ ৬৬ কোটি ৩৭ লাখ টাকা। আদায়ের হার ৭৬. ১৩ শতাংশ ।
সোমবার জাতীয় সংসদে ঢাকা-৭ এর এমপি হাজী মো. সেলিমের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।