এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
চট্রগ্রাম দূর্ঘটনা প্রশাসন

মসজিদে ঢুকে পড়ল ট্রাক, বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা ফরিদুল ইসলাম (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র।

আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ফরিদ ফজরের নামাজ শেষ করে বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মসজিদে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়। নিহত ফরিদের বাড়ি চকরিয়ার রায়পুর স্টেশন এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ফরিদ কুমিরার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে নিশ্চিত করেছেন সেখানকার প্রভাষক জিয়াউর রহমান।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ির চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও আটক করা হয়েছে। ফরিদের লাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official