এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল

নেইমারবিহীন ব্রাজিল দলে প্রথমবার ভিনিসিয়াস

মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়েছেন বটে, তবু নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তরুণ তারকা ভিনিয়াস জুনিয়র। কেননা যার খেলা দেখে অনুপ্রাণিত হন, যাকে মানেন আইডল হিসেবে সেই নেইমার জুনিয়র যে নেই ব্রাজিলিয়ান দলে।

নেইমারের না থাকাটা অবশ্য ইনজুরির কারণে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খেলতে নেমে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে রয়েছেন নেইমার। যে কারণে তাকে আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াডে রাখতে পারেননি ব্রাজিলের কোচ তিতে।

এছাড়া দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার মার্সেলোও। তবু জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পেয়ে খুব একটা অস্বস্তিতে পড়তে হবে না ভিনিসিয়াস জুনিয়রকে। কেননা রিয়ালে তার সতীর্থ ক্যাসেমিরোও যে রয়েছেন ব্রাজিলের স্কোয়াডে।

ভিনিসিয়াস ছাড়া ব্রাজিল দলে নতুন মুখ এডের মিলিতাও। পোর্তোর হয়ে অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন এই ডিফেন্ডার। ফর্মের পরতি দেখা দিলেও বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর ওপর আস্থা রেখেছেন তিতে।

চলতি মাসের ২৩ তারিখ এফসি পোর্তোর মাঠে এস্তাদিও ডো দ্রাগাওতে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। তিনদিন পর প্রাগ শহরে গিয়ে চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুইটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: মিরান্ডা (ইন্টার মিলান), থিয়াগো সিলভা (পিএসজি), এডের মিলিতাও (পোর্তো), মারকুইনোস (পিএসজি), দানি আলভেজ (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), ফিলিপে লুইস (অ্যাতলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থুর মেলো (বার্সেলোনা), ফাবিনহো (লিভারপুল), এলান (নাপোলি), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), ফেলিপে অ্যান্ডারসন (ওয়েস্টহাম), লুকাস পাকুইতা (এসি মিলান),

ফরোয়ার্ড: এভারটন (গ্রেমিও), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), ভিনিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official