জাতীয় পার্টির সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সরকারি ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা লুট হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে যে অর্থ হ্যাকিং হয়েছে তার কিছুটা এলেও বাকিটা কবে আসবে বলা যাচ্ছে না। ব্যাংকের ওপর সাধারণ জনগণের আস্থা নষ্ট হচ্ছে।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের এই সংসদ সদস্য প্রবাসী শ্রমিকদের বিষয়ে বলেন, যারা দেশের অর্থনীতিতে এত বড় ভূমিকা রাখছেন তারা বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অবহেলিত হচ্ছেন। হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে কোনো প্রকার সিন্ডিকেট গ্রহণ না করার আহ্বান জানান তিনি।
এছাড়া মাদক নির্মূলের জন্য সামাজিক সচেতনতার কথা বলেন তিনি। মানিলন্ডারিং করে যারা বিদেশে অর্থ পাচার করেছে তা কীভাবে ফেরত আনা হচ্ছে সে বিষয়ে আমাদের জানাতে হবে। বিদেশি নাগরিকদের অর্থ লগ্নির বিনিময়ে তাদের নাগরিকত্ব দেয়া যায় কিনা তা ভেবে দেখতে হবে। তাহলে বিপুল পরিমাণ অর্থ লগ্নি হতে পারতো।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু শিল্পনগরীর অংশ হিসেবে একটি শিল্পনগরী করার সিদ্ধান্ত নিলেও এখনো এর কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেন। অতি সত্বর এর কাজ শুরুর তাগিদ দেন। এজন্য তার এলাকায় গ্যাস সংযোজনের দাবি জানান। সোনাগাজীতে একটি তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও বলেন। এছাড়া দাগনভূঞা এলাকায় হাসপাতাল ও মেডিকেল চান। সোনাগাজীতে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবি জানান।