ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের হিসেব আলাদা। তারকা ক্রিকেটারদের উপস্থিতি আর গ্ল্যামারের ঝলকানিতে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট কিংবা জনপ্রিয় আসর বলা চলে বিপিএলকেই। কিন্তু যখন আলোচনা হবে ক্লাব ক্রিকেটকে ঘিরে, তখন যে কেউ এক বাক্যে বলতে বাধ্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ডিপিএলের কথা।
ঢাকার ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ধরা হয় ডিপিএলকেই। ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়াবে আগামীকাল (শুক্রবার)। টুর্নামেন্টের প্রথম দিন তিনটি ভিন্ন মাঠে খেলতে নামবে ছয়টি দল। বাকি ছয় দল খেলবে শনিবার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উঠে আসা বিকেএসপির বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপিতে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন।
টুর্নামেন্ট শুরুর আগের দিন ডিপিএলকে দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘অবশ্যই অনেক ইম্পরট্যান্ট টুর্নামেন্ট এটি। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে প্রেস্টিজিয়াস কোন লিগ হয়, সেটা প্রিমিয়ার লিগ। এটা অনেক যুগ থেকেই চলছে। সবসময়ই আবাহনী-মোহামেডান দুইটি দলের জন্য খুব প্রেস্টিজিয়াস হয় কারণ অনেক বছর ধরে এরা খেলছে। আর এখন তো অনেক দল উঠে এসেছে। সবার জন্যই খুব কমপেটেটিভ। আবাহনীর কোচ হিসেবে আমার জন্য এটা খুবই ইম্পরট্যান্ট।
এসময় তিনি ডিপিএলকে বিশ্বকাপের জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। সুজন বলেন, ‘অবশ্যই। আপনি যদি দেখেন প্রিমিয়ার লিগের ম্যাচগুলো খুব ভালো উইকেটে খেলা হয়। ব্যাটিং ফ্রেন্ডলি হয়। ইংল্যান্ডেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, একটু বাউন্স বেশি থাকতে পারে হয়তো। তারপরও আমাদের মিরপুরের উইকেট এখন খারাপ না। ফতুল্লায় অনেকদিন যাওয়া হয় না তবে আমি লাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ দেখতে গেলাম, খারাপ লাগে নি। বিকেএসপিতে সবসময় খুব ভালো ব্যাটিং উইকেট থাকে।’
তিনি আরও বলেন, ‘আসলে ম্যাচ খেলা একটা প্র্যাকটিস। ৫০ ওভারের ম্যাচের একটা অভ্যাস তৈরি করা বোলারদের জন্য ইম্পরট্যান্ট। বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে, তাদের যেই উন্নতিগুলো দরকার সেগুলো এখানে করতে পারে। ব্যাটসম্যানরা যদি লম্বা ইনিংস খেলে, রান করে তাহলে কনফিডেন্স বিল্ড হবে। বিশ্বকাপের জন্য দারুণ হবে।’