31 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

ক্রিকেটার মোশাররফ রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত

দুঃখজনক একটা খবর এলো বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। জাতীয় দলের হয়ে ৫ ওয়ানডে খেলা বাঁ–হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আক্রান্ত হয়েছেন ব্রেন টিউমারে। বেশ কদিন ধরে মাথায় নানা সমস্যা অনুভব করছিলেন তিনি। দুদিন আগে রাজধানীর এক হাসাপাতালে এমআরআই করে জানতে পেলেন, মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। এই খবরে স্বাভাবিকভাবেই আঁধার নেমে এসেছে মোশাররফের পরিবারে। ঢাকা প্রিমিয়ার লিগ ফেলে তাকে এখন দৌঁড়াতে হচ্ছে হাসপাতালে।

খারাপ খবরের মাঝেও একটা ভালো সংবাদ হলো মোশাররফের ব্রেন টিউমারটা আছে প্রাথমিক পর্যায়ে আছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করে ফেলতে। দ্রুত অস্ত্রোপচার করালে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। মোশাররফ চাইছেন অস্ত্রোপচারটা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে করাতে। এরই মধ্যে ভিসার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। এই বিপদের দিনে সাকিব আল হাসান থেকে শুরু করে জাতীয় দল কিংবা জাতীয় দলের বাইরের সতীর্থরা নানাভাবে তাকে সাহস দিচ্ছেন।

মোশাররফের এই অস্ত্রোপচারে খরচ হবে ৩০-৪০ লাখ টাকার মতো। অপারেশনের ৩ মাস পর আবার যেতে হবে। বায়োপসি রিপোর্ট যদি খারাপ আসে তখন খরচ বেড়ে যাবে। বিষয়টি এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানাননি মোশরারফ। আজ তিনি বিসিবি অফিসে যাবেন। তবে এর আগেই বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গতকাল মোশাররফকে ফোন করে অভয় দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official