চতুর্থ ধাপে ভোলার ৭টি উপজেলার মধ্যে ৬টিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ মার্চ) বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মুজাহিদুল ইসলাম বেসরকারি ভাবে ভোলার তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
নির্বাচিতরা হলেন, ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম। দৌলতখান উপজেলায় চেয়ারম্যান মঞ্জুর আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে সেলিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু। দৌলতখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ মার্চ ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরা সকলে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এদেরকে নির্বাচিত ঘোষণা কালে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।