পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব বলেছেন, মাদ্রাসায় লেখাপড়া করেও অনেক বড় বড় জায়গায় চাকরি করা যায়। বর্তমান প্রধানমন্ত্রী, এ দেশের উন্নয়নের রূপকার, জননেত্রী শেখ হাসিনা সে সুযোগ করে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছার উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ওই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি নতুন ভবন করে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইউমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ সভাপতি হাজী হুমায়ন শিকদার প্রমুখ।অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।