33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম ধর্ম

দেশের নিরাপত্তায় যে দোয়া পড়বেন

বিশ্বব্যাপী দেশে দেশে চলছে অশান্তি ও নিরাপত্তাহীনতার মহড়া। দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আক্রমনে দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ অশান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অশান্তি ও নিরাপত্তাহীনতা থেকে বেঁচে থাকতে আত্ম-সচেতনতার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার বিকল্প নেই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দেশের শান্তি ও নিরপত্তা কামনার দোয়া করার উপদেশ দিয়ে কুরআনে পাকে আয়াত নাজিল করেছেন-

رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ

উচ্চারণ : ‘রাব্বিঝআল হাজাল বালাদা আমিনাও ওয়াঝনুবনি ওয়া বানিয়্যা আন-না’বুদাল আচনাম।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৫)

অর্থ : হে (আমার) প্রভু! এ জনপদকে আপনি শান্তিময় করে দিন। আর আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখ।’

অধিক সুখ-শান্তিতে জোরহাম গোত্রের মানুষ আল্লাহকে ভুলে তার সঙ্গে শিরকে জড়িয়ে পড়ে। হজরত ইবরাহিম আলাইহিস সালাম তাদের সত্যের পথে আহ্বান করা সত্ত্বেও তারা সঠিক পথে ফিরে আসেনি। ফলে হজরত ইবরাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের জন্য এ দোয়া করেছিলেন।

আল্লাহ তাআলা হজরত ইবরাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নেন। ফলে পবিত্র মক্কা নগরীতে রেখে আসা স্ত্রী পুত্রসহ সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে লাগলো। শিরক ও অশান্তি দূরভীত হয়ে গেল।

পক্ষান্তরে আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরীকে তার নেয়ামত, শান্তি ও নিরাপত্তার শহর হিসেবে কবুল করে নেন। যে শান্তি ও নিরাপত্তা আজো বিদ্যমান।

সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নিজ দেশ ও শহরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা। বান্দার দোয়ায় মহান আল্লাহ প্রতিটি জনপদে তথা দেশেই শান্তি ও নিরাপত্তা দান করতে পারেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের এ আয়াতের মাধ্যমে তার কাছে প্রার্থনা করার তাওফিক দান করুন।

আমিন।

সম্পর্কিত পোস্ট

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

গর্ভবতী নারীর রোজার মাসয়ালা

banglarmukh official

তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

banglarmukh official

রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে?

banglarmukh official

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

banglarmukh official

শাবান মাসে কত তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে

banglarmukh official