ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি চা বিক্রি করলেও দেশ বিক্রি করিনি। গুজরাটের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে গতকাল সোমবার প্রথম দিনের প্রচারণায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বিরোধী কংগ্রেসেরও সমালোচনা করেন। খবর আনন্দবাজার পত্রিকার
গতকাল সোমবার সকালে কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী মোদী প্রচারাভিযান শুরু করেন। আগামী ৯ এবং ১৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে আগামী দু’সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী ৩০টিরও বেশি নির্বাচনী সভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, এবারের লড়াই উন্নয়ন বনাম পরিবারতন্ত্রের। ‘চা ওয়ালা’ কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী মোদী সৌরাষ্ট্রের জনসভায় বলেন, ‘হ্যাঁ আমি চা বিক্রি করতাম। কিন্তু দেশকে বিক্রি করিনি। এভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না’।
তিনি বলেন, ‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কীভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো একজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এজন্য গোপন করার কিছু তো নেই’।