অনলাইন ডেস্ক:
মেট্রোপলিটন পুলিশের অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যমানের ইয়াবা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ৩১ মার্চ সকাল ৬টায় অভিযান চালিয়ে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ পারাবাত ১১ এর ৩৪৭ নম্বর কক্ষ থেকে এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল (১ এপ্রিল) দুপুর ১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন কমিশনার মোশারেফ হােসেন।
তিনি জানান, অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছেন একজন। আটককৃত দুজন হলেন পটুয়াখালী সদর উপজেলার নাছির মাতবর ও বরিশাল নগরীর ৭ নং ওয়ার্ডের ভাটিখানার বাসিন্দা আজিম হােসেন ওরফে ফেন্সি আজিম।
আটককৃতদের কাছ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৯ থেকে ৫০ লাখ টাকা।
জানা গেছে, কক্সবাজারের ব্যবসায়ী দিলদার ৩০ মার্চ ঢাকার ট্যাকনিক্যালে এসে নাছির মাতবরের কাছে ৯হাজার ৮০০ পিস ইয়াবা হস্তান্তর করে। সে তা কৌশলে পারাবাত ১১ লঞ্চের কেবিনে করে বরিশালে নিয়ে আসে।
এই সংবাদ জানতে পেরে কোতয়ালী থানার পুলিশ ভোর ৬টায় অভিযান চালিয়ে নাছিরকে আটক করে। পরে নাছিরের দেয়া তথ্যে চট্টগ্রাম মুসলিম হােটেলের সামনে থেকে আজীম হােসেনকে আটক করা হয়।
এসময়ে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ২৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই সাইদুল ইসলাম বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা প্রদান করেছেন। মামলা নং ৭৯। মামলাটি তদন্ত করবেন বরিশাল কোতয়ালী মডেল থানার তদন্ত ওসি আসাদুজ্জামন।