এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ প্রচ্ছদ রাজণীতি

বিএনপিতে ফাটল ধরেছে: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বগুড়ায় বিএনপিতে ফাটল ধরেছে। আর এ কারণে বিএনপির ঘাঁটি বগুড়ায় আওয়ামী লীগ আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থা বগুড়ায় বিএনপির সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির প্রতিনিনধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুলু আরও বলেন, এদেশে মুক্তবাজার অর্থনীতি,গার্মেন্টস শিল্প, বেসরকারি খাতে শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রথম অনুমোদন দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই এদেশের উন্নয়ন শুরু হয়েছিল।

প্রতিনিধি সভায় প্রধান বক্তা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী তিন মাসের মধ্যে বগুড়া জেলা বিএনপির কাউন্সিল করা হবে। এজন্য আজকের এই প্রতিনিধি সভার আয়োজন। তিনি বলেন, সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামত শোনা হবে। তবে গত ১২ বছর ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন সেই নেতারাই জেলা কমিটিতে স্থান পাবেন।

এদিকে প্রতিনিধি সভায় যুবদল নেতাকর্মীদের প্রবেশ করা নিয়ে সভাস্থলে ব্যাপক হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের অনেক দেরিতে সভা শুরু হয়। একারণে প্রতিনিধি সভায় প্রথমার্ধে প্রধান বক্তা এবং প্রধান অতিথি ছাড়া আর কেউ বক্তব্য রাখেননি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের নবাববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের হল রুমে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এএইচ এন ওবাইদুর রহমান চন্দন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official