32 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা নারী ও শিশু বরিশাল

বরগুনায় ক্লাসরুমের বিম ভেঙ্গে স্কুলছাত্রী নিহত, আহত ১০

অনলাইন ডেস্ক:

বরগুনার তালতলীতে ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড বিম ভেঙ্গে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মানসুরা বেগম (৮) নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছে আরও ১০ শিক্ষার্থী। এরমধ্যে ৩ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। আজ শনিবার দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মানসুরা উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।

পিকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু জানান, বিদ্যালয়ের তিন কক্ষের একতলা ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়।

ভবনটি নির্মান করেন, বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মানের এক বছরের মধ্যেই গ্রেড বিমে ফাটল ধরেছিলো।

আজ ক্লাস চলাকালে বেলা সাড়ে বারোটার দিকে গ্রেড বিম ভেঙ্গে ১০ জন শিক্ষার্থী আহত হয়।

মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরা বেগমকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। রুমা আক্তার, ইসমাইল হোসেনসহ আহত ৩ শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকেরীন জাহান জানান, তার শ্বাশুড়ির অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। বিম ধসে শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত মানসুরার লাশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছেন, তবে তারা অনেকটা আশংকামুক্ত।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official