স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ ২০ এপ্রিল শনিবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরিশাল ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজে পালন করল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯। ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ জহিরুল ইসলাম জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব আব্দুল্লাহ আল মওদুদ (পরিচালক প্রশাসন),প্রভাষক কৃষ্না রানী,সুরমা সুলতানা,শারমিন আক্তার,মুশফিকা আক্তার,স্মৃতি কনা মজুমদার এবং ড. শাহ ইমরান খান সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
ছবি: শাওন অরন্য।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যলীটি ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের ক্যাম্পাসের সামনে দিয়ে চৌমাথা হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন, অধ্যক্ষ আলেয়া পারভীন এবং প্রধান অতিথি ছিলেন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ জহিরুল ইসলাম।
অধ্যাপক জনাব মোঃ জহিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে তিনি অনেক আনন্দিত। এই উদ্যোগের কারনে দেশের সবাই স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন হবে।
অধ্যক্ষ আলেয়া পারভীন বলেন, জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ প্রধানমন্ত্রীর একটা চমৎকার উদ্যোগ।
ছবি: শাওন অরন্য।
এ অনুষ্ঠানের বক্তব্য রাখেন, জনাব আব্দুল্লাহ আল মওদুদ (পরিচালক প্রশাসন),প্রভাষক কৃষ্না রানী,সুরমা সুলতানা,শারমিন আক্তার,মুশফিকা আক্তার,স্মৃতি কনা মজুমদার ও ড. শাহ ইমরান খান।
ছবি: শাওন অরন্য।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।প্রাথমিক চিকিৎসার শুভ উদ্বোধন করেন অধ্যাপক জনাব মোঃ জহিরুল ইসলাম।
ছবি: শাওন অরন্য।
উদ্বোধনের পর ড. শাহ ইমরান খানের নেতৃত্বে ফ্রি চিকিৎসা দেয়া হয় এলাকার জনসাধারণকে।