স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বিশ্বসাহিত্য কেন্দ্রর ভ্রাম্যমাণ বইমেলা এখন বরিশাল অঞ্চলে। প্রায় দেড়শত প্রকাশনা প্রতিষ্ঠানের ১০,০০০ বিখ্যাত বই নিয়ে এবারের বই মেলা শুরু হয়েছে গতকাল ২০ এপ্রিল বাকেরগঞ্জে।
এই বইমেলা ৩ ভাগে ভাগ করা হয়ছে। বই মেলা হবে বাকেরগঞ্জ, ঝালকাঠি ও বরিশালে। বাকেরগঞ্জে এ মেলা চলবে ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত।
বাকেরগঞ্জ পৌড়সভা অডিটোরিয়াম প্রতিদিন দুপুর ০২ টা থেকে রাত ০৮ পর্যন্ত চলবে এ মেলা। ঝালকাঠিতে বই মেলা শুরু হবে ২৪ এপ্রিল এবং শেষ হবে ২৭ এপ্রিল।ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়মে প্রতিদিন দুপুর ০২ টা থেকে রাত ০৮ পর্যন্ত চলবে এ মেলা।
৩য় ভাগের বই মেলা বরিশালে শুরু হবে ২৮ এপ্রিল এবং শেষ হবে ০২ মে। বরিশাল ব্রজমোহন বিদ্যালয় (বি এম স্কুল) অডিটোরিয়ামে প্রতিদিন দুপুর ০২ টা থেকে রাত ০৮ পর্যন্ত চলবে এ মেলা। জম্পেশ আড্ডা জমাতে এবারের বই মেলায় থাকছে আড্ডা কর্নার।