প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার সুফল ইতিমধ্যে আমরা পাচ্ছি। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের সকলের ভুমিকা একান্ত প্রয়োজন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল জিলা স্কুলের অডিটোরিয়ামে দিবা ও প্রভাতি শাখার ৫ শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল জেলা প্রশাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক বেগম হোরো রোকসানা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিলা স্কুলের সহকারী শিক্ষক দিবা শাখা মোঃ শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকসহ অনেকেই।