স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ব্যাপক আয়োজন আর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ০৫ মে বরিশালের রাজধানী নার্সিং কলেজ উদযাপন করল আন্তর্জাতিক নার্সেস দিবস।
উক্ত অনুষ্ঠানরে সভাপতিত্ব করেন রাজধানী নার্সিং কলেজের উপাধ্যক্ষ পিংকি রানী শিল। প্রধান অতিথি ছিলেন ড. মো আব্দুর রহিম, পরিচালক, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, অধ্যক্ষ মো জহিরুল ইসলাম, চেয়ারম্যান রাজধানী নার্সিং কলেজ এন্ড ম্যাটস। ড. স্বপন কুমা মিত্র, অধ্যক্ষ রাজধানী ম্যাটস। ড. শুভঙ্কর বাড়ৈ, উপপরিচালক, আই,এইচ,টি বরিশাল। সাইফুর রহমান মিরন, সম্পাদক দৈনিক বরিশাল ভোরের আলো। আলহাজ্ব কাজী নাসির উদ্দিন, বিশিষ্ট মুক্তিযুদ্ধা।আরতী সমাদ্দার,সেবা তত্বাবধায়ক শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়,বরিশাল।রওশন জাহান,সেবা তত্বাবধায়ক,বরিশাল জেনারেল হাসপাতাল এবং সেলিনা আক্তার, জেলা পাবলিক হেল্থ নার্স অফিসার,সিভিল সার্জন অফিস, বরিশাল।
উপাধ্যক্ষ পিংকি রানী শিল এর নেতৃত্বে রাজধানী নার্সিং কলেজ থেকে র্যলি বের হয়ে পুলিশ লাইন প্রদক্ষিন করে আবার কলেজে ফিরে আসে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রভাষক ফারজানা আখতার।
বক্তব্য রাখেন প্রধান অতিথি ড. মো আব্দুর রহিম।
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যলক্ষ মো জহিরুল ইসলাম, চেয়ারম্যান রাজধানী নার্সিং কলেজ এন্ড ম্যাটস। ড. স্বপন কুমা মিত্র, অধ্যক্ষ রাজধানী ম্যাটস। ড. শুভঙ্কর বাড়ৈ,সাইফুর রহমান মিরন,আলহাজ্ব কাজী নাসির উদ্দিন,আরতী সমাদ্দার,রওশন জাহান এবং সেলিনা আক্তার।
ছবি: শাওন অরন্য।
প্রধান অতিথি ড. মো আব্দুর রহিম এর নেতৃত্বে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
আলোচনা অনুষ্ঠানে শেষে বিএসসি ইন নার্সিং ১ম বর্ষ,ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের ছাত্রীদের শিরাবরন ও ছাত্রদের প্রতিকধারন করা হয়। প্রধান অতিথি ড. মো আব্দুর রহিম বিএসসি ইন নার্সিং ১ম বর্ষের ছাত্রীকে ক্যাপ পরিয়ে দিয়ে শিরাবরন শুরু করেন। সভাপতি ও অন্যান্য অতিথিরা সবাই ছাত্রীদের ক্যাপ পরিয়ে দেন এবং ছাত্রদের প্রতিকধারন করান।
ছবি: শাওন অরন্য।
শিরাবরন শেষে উপাধ্যক্ষ পিংকি রানী শিল ১ম বর্ষের সকল ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানের ২য় পর্বে জমকালো সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অত্র কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও নাটকে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।