অনলাইন ডেস্ক ::: এবারের ঈদের শ্রেষ্ঠ আকর্ষণ, হ্যাঁ এমনটাই বলা হচ্ছে প্রমোশনে। আর এই আকর্ষণটি হলো তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা। প্রতিবারের মতো এবারের ঈদেও হবে এই আয়োজন।
এ ছাড়াও এই জমকালো অনুষ্ঠানে আরো থাকছে আবৃত্তি, গজল, কেরাত ও কুইজ কনটেস্ট। ঈদের নামাজ শেষ করে সবাইকে উক্ত অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
রাঙামাটি জেলার পশ্চিম রাঙামাটির আটপুকুরিয়া এলাকার আবুলের দীঘির পাড় এলাকায় হবে এই তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার প্রতিযোগিতা।