27 C
Dhaka
নভেম্বর ২৪, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন স্বাস্থ বার্তা

ওয়াক ফর লাইফের আয়োজনে বিশ্ব মুগুর পা দিবস পালিত

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য: 

বাঁকা পা কোন অভিশাপ নয়, চিকিৎসায় ভাল হয়।

আজ ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশালে ওয়াক ফর লাইফের আয়োজনে বরিশাল জেনারেল হাসপাতালে বিশ্ব মুগুর পা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি: শাওন অরন্য।

আজ সকালে বরিশাল জেনারেল হাসপাতাল চত্তর থেকে র‍্যালি বের হয়ে বরিশাল কলেজ প্রদক্ষিণ করে পুনরায় বরিশাল জেনারেল হাসপাতাল চত্তরে এসে শেষ হয়।

পরে বিশ্ব মুগুর পা দিবস উপলক্ষে বরিশালে জেনারেল হাসপাতাল চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছবি: শাওন অরন্য।

এতে বক্তব্য রাখেন ডাঃ মোঃ শফিকুল ইসলাম,অর্থোপেডিক্স বিভাগ,বরিশাল জেনারেল হাসপাতাল। ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, আর এম ও, জেনারেল হাসপাতাল বরিশাল, ডাঃ শাহাদাত হোসেন, মেডিসিন বিভাগ, জেনারেল হাসপাতাল বরিশাল। সুদীপ কুমার নাথ, সহঃঅধ্যাপক, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ, বরিশাল এবং মোঃ মাঝহারুল ইসলাম, কনসালট্যান্ট, ওয়াক ফর লাইফ।

ছবি: শাওন অরন্য।

এসময় উপস্থিত ছিলেন, চিত্রাংশু দাস,ফিজিওথেরাপিষ্ট,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।রাকিবুল হাসান প্রভাষক, আই এইচ টি, বরিশাল। তৌসিফ ইসলাম শাওন, আইটি অফিসার, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ বরিশাল।

আরো উপস্থিত ছিলেন, ডি ডাব্লিউ এফ ম্যাটস এর মেডিকেল এসিস্ট্যান্ট নুসরাত স্বর্না ও শাহীন মিয়া। ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস এর শিক্ষার্থীরা এবং বরিশাল জেনারেল হাসপাতালের ডক্টর ও নার্সবৃন্দ।

ছবি: শাওন অরন্য।

ওয়াক ফর লাইফের কনসালট্যান্ট মাঝহারুল ইসলাম বলেন মুগুর পা এটা জন্মগত রোগ। এ রোগে শিশুদের পায়ের পাতা বাকা হয়ে থাকে। মুগুর পা রোগ নিয়ে আমরা ২০১১ সাল থেকে বরিশাল বিভাগে কাজ করে আসছি।

ছবি: শাওন অরন্য।

এ পর্যন্ত আমরা ৮ বছরের কম বয়সী প্রায় ৭৫৭ জন রোগীকে বিনামূল্যে এই পদ্ধতির চিকিৎসায় বিনা অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি।

এ ছাড়াও তিনি জানান প্রতি বছর ৩ জুন দিবসটি পালন হয়। সরকারি ছুটি থাকার কারণে এবছর ১৩ জুন দিবসটি পালন করা হল।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ওয়াক ফর লাইফ এই চিকিৎসা শুরু করে। এ পর্যন্ত প্রায় ২৪৬০০ মুগুর পা শিশুর বিনামূল্যে সফল চিকিৎসা হয়েছে বাংলাদেশে।

সম্পর্কিত পোস্ট

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official

ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

banglarmukh official

সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official

বরিশাল আদালত পেলো নতুন জিপি-পিপি-এপিপি

banglarmukh official

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

banglarmukh official