রাজধানীর কদমতলী থানাধীন হুমায়ুন কবির টিটু হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহাগ ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ।
আজ সোমবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
২০১০ সালের ২৬ নভেম্বর হুয়ামুন কবির টিটুকে রাজধানীর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোড (নোয়াখালী পট্টি) এলাকার নান্নু জেনারেল স্টোরের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার এ দিলেন আদালত।