এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু সিলেট

ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুর সর্বনাশ

ঈদের আনন্দ উপভোগ কতে ভাবির বাড়ি বেড়াতে এসেছিল ৯ বছরের শিশুটি। কিন্তু আনন্দ পরিণত হয়েছে বিষাদে। ভাবির ভাইয়ের (তালতো ভাইয়ের) লালসার শিকার হয়ে সর্বনাশ ঘটেছে তার।

নির্যাতিতা শিশুটির ঠাঁই হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। পুলিশ গত শনিবার রাতে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

রবিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ওসমানীনগরের এক শিশু তার ভাবির সাথে তার বাবার বেড়াতে আসে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পাইকারগাঁওয়ে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তালতো ভাই মুহিন আহমদ (১৯) শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা জালালাবাদ থানায় মামলা দায়ের করলে গত শনিবার রাতে পুলিশ মুহিনকে গ্রেফতার করে।

জালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে ধর্ষক মুহিনকে গ্রেফতার করে পুলিশ।

আজ রবিবার তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official

কলেজ ছাত্রের সঙ্গে নার্সিং শিক্ষার্থীর প্রেম, অতঃপর…

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

বরিশালে টাকা পাওয়ার অজুহাতে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ

banglarmukh official