ফাইজুল ইসলাম
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহি বাসের চাপায় নাঈম (২৫) নামে অটো রাইস মিলের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন একজন ভ্যান চালক। আজ সকাল সাড়ে ৭ টায় গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দির সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাঈম (২৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে ও গৌরনদীর এলাহী অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, নাঈম ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে হেটে নাস্তা করার জন্য এলাহি অটো রাইসমিল থেকে বার্থীর দিকে আসছিলো। এসময় মাদারীপুর থেকে বরিশালগামী বিসমিল্লাহ নামের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশাপাশি ওইসময় বাসটি আরো একটি ভ্যানকে ধাক্কা দিলে তার চালকও আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক বা অন্যকাউকে পাওয়া যায়নি।