27 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি ক্রিকেট খেলাধুলা জাতীয়

এ বছরই বিপিএলের ম্যাচ দিয়ে বিশ্বমানের কুমিল্লা স্টেডিয়াম উদ্বোধন

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম আধুনিকায়ন করায় স্থানীয় সংগঠকরা আশা করছেন কুমিল্লার ক্রীড়াঙ্গনে সুদিন ফিরবে। জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে সহসাই উদ্বোধন করা হবে নান্দনিক রূপ নেওয়া ১৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ স্টেডিয়ামের পাশেই করা হয়েছে দৃষ্টিনন্দন সুইমিং পুল। এটি বর্তমানে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ তালিকার ক্রিকেটের ভেন্যু। কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের (দীঘি) পূর্ব পাড়ে এবং কেন্দ্রীয় ঈদগাহ ও জিলা স্কুলের মধ্যবর্তী স্থানে অবস্থিত এ স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের ফলে এখানে পর্যাপ্ত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ মিলবে স্থানীয় ও আঞ্চলিক খেলোয়াড়দের।

এদিকে এলাকাবাসীর প্রাণের দাবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হোম খেলাগুলো এই মাঠে হোক। আর সেই লক্ষ্যে কাজো চলছে বলে জানান সংশ্লিষ্ঠরা। তাই অতি দ্রুতই কুমিল্লায় দেখা যেতে পারে বিপিএল!

এছাড়া জাতীয় পর্যায়ের যে কোনো খেলা আয়োজনও সম্ভব হবে। স্থানীয় সংগঠকরা আশা করছেন এ স্টেডিয়ামকে কেন্দ্র করে কুমিল্লা থেকেই বেড়ে উঠবে নতুন নতুন খেলোয়াড়।
ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু বলেন, ‘খেলার উন্নয়নে ক্লাবগুলো আরও বেশি ভূমিকা রাখতে পারে। স্টেডিয়াম এলাকায় ক্লাবগুলোর একটি বসার ঠিকানা করে দেওয়া যেতে পারে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের পদক্ষেপে স্টেডিয়ামটি আধুনিকায়ন করে নান্দনিক রূপ দেওয়া হয়েছে। সহসাই এর উদ্বোধন করা হবে। আমরা এখানে বিভিন্ন টুর্নামেন্ট করতে পারবো।’

সম্পর্কিত পোস্ট

রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

banglarmukh official

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১২৪৮ জন

banglarmukh official

দিনে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

banglarmukh official

কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

banglarmukh official

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

banglarmukh official

গম্ভীরের পদত্যাগ দাবি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

banglarmukh official