এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন দন্ড, ধর্ষণে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব রাষ্ট্রের

কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি আবু বক্কর সিদ্দিক নামে এক যুবককে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেনন।

ধর্ষণের ঘটনার পর জন্ম নেওয়া শিশুটিকে ধর্ষক আবু বক্কর সিদ্দিকের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন আদালত। একইসাথে শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণপোষণ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামের শামসুল হক সিদ্দিকের ছেলে আবু বক্কর ২০০৫ সালের ১৩ মার্চ তার চাচাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু আবু বক্কর ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এতে কিশোরী বাদী হয়ে ২০১৬ সালের ১৬ মার্চ বরিশাল নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ৩ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির পাল।

দীর্ঘ ৩ বছর ধরে মামলা চলার পর ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বিচারক বুধবার আসামি আবু বক্কর সিদ্দিককে দোষী সাব্যস্ত করে উল্লেখিত রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক ফয়েজ জানান, এটি একটি যুগান্তকারী রায়। কারণ ১৪ বছর আগের ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত রাষ্ট্রকে তার ভরণপোষণের যাবতীয় খরচ বহন করার আদেশ দিয়েছেন বিচারক। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official