ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোফিয়ান জেলায় একটি বাস খাদে পড়ে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই মেয়ে।
দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়লে ‘পীর কি গলির’ কাছে এই দুর্ঘটনা ঘটে। পীর কি গলি হলো জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থান। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন।
পুলিশ জানিয়েছে, বাসে থাকা সবাই একটি কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তারা পিকনিক করতে পীর কি গলিতে যাচ্ছিলেন। পুলিশের এক মুখপাত্র বলেন, একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় গভর্নর সত্য পাল মালিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি দেয়ার ঘোষণাও দিয়েছেন। সত্য পাল মালিক ছাড়াও অন্য অনেক নেতা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।