বরিশালের অতিহ্যবাহী বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এক সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত নির্বাচনে ২১ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করেন। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি জহিরুল হাসান অরুন ১৩ ভোট পেয়ে ২য় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে। প্রতিদন্দ্বী প্রার্থী দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম ৮ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের বরিশাল পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদন্দ্বী প্রার্থী দৈনিক আমাদের সময় পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি আরিফুর রহমান পরাজিত হন।
নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক আগামী ৭ দিনের মধ্যে সদস্যদের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি দিবে বলে সভায় সিধান্ত গ্রহন করা হয়।