30 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ ঢাকা প্রশাসন

রাজধানীতে বন্ডের ৫ কোটি টাকার পণ্য জব্দ

জাহাঙ্গীর লেমিনেশন, স্ট্যান্ডার্ড ট্রেড সেন্টার এবং বুশরা লেমিনেশন নামের রপ্তানিমুখী এ তিন প্রতিষ্ঠান বন্ড সুবিধা পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিনাশুল্কে আমদানি করা পণ্য সংগ্রহ করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করে বছরের পর বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।

গতকাল শনিবার ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট আরামবাগ ও ফকিরাপুলে অবস্থিত এ তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রিন্টিং ও প্যাকেজিং কাজে ব্যবহৃত বন্ড সুবিধায় আমদানি করা প্রায় আট টন বিওপি ফিল্ম জব্দ করেছে। এর দাম প্রায় পাঁচ কোটি টাকা।

এ সময় প্রতিষ্ঠান তিনটির হিসাব-নিকাশের কাগজপত্র, দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের উপকমিশনার রেজভী আহমেদের নেতৃত্বে ৩২ জনের একটি দল এ অভিযানে অংশ নেয়।

সঙ্গে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রেজভী আহমেদ জানান, আরামবাগের ২৯১ ইনার সার্কুলার রোডের জাহাঙ্গীর লেমিনেশন ও স্ট্যান্ডার্ড ট্রেড সেন্টার এবং ফকিরাপুলের বুশরা লেমিনেশনে অভিযান চালায় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের একটি দল। এসব প্রতিষ্ঠান থেকে উদ্ধার হওয়া প্রায় আট টন পণ্যের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

প্রতিষ্ঠান তিনটি এসব পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এসব পণ্য বন্ড সুবিধা পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করেছে। এ তিন প্রতিষ্ঠানের জব্দ করা কাগজপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে তথ্য নিয়ে আরো বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ আইন মামলা করা হবে।

প্রসঙ্গত, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বন্ড সুবিধায় আমদানি হওয়া পণ্য চোরাচালানের মাধ্যমে কালোবাজারে বিক্রি করছে। এতে কোটি কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা দেশীয় শিল্প খাত ধ্বংসের গভীর ষড়যন্ত্র রয়েছে। বন্ডের এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। তারই অংশ হিসেবে অবৈধ পণ্য উদ্ধারের এই অভিযান।

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠিতে আমুর ছায়ায় কোটিপতি ডজনখানেক

banglarmukh official

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ট্রেন বিকল

banglarmukh official

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে গর্ণধর্ষণ, আটক ২

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

আইনজীবীর সঙ্গে বাগবিতণ্ডা, আদালত বর্জন করলেন ম্যাজিস্ট্রেটরা

banglarmukh official