অনলাইন ডেস্ক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ অর্থবছরের বাজেট ৩৭ কোটি ১১ লাখ টাকা।
চলতি বছর ৪৩ কোটি ৯৫ লাখ টাকার বাজেটের চাহিদাপত্র দিলেও ইউজিসি কর্তৃপক্ষ ৩৭ কোটি ১১ লাখ টাকার বাজেট দিয়েছে।
গত বছর এই বাজেট ছিল ৩৫ কোটি ২২ লাখ টাকা। এবার ১ কোটি ৮৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজেট হয়েছে ৩৭ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ দেয়া হয়েছে ২৯ কোটি ৬১ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা।
বর্তমান বাজেটে বেতন ও ভাতাদি খাতে ২২ কোটি ১ লাখ , যা মোট বাজেটের ৫৯ দশমিক ৩ শতাংশ , পণ্য ও সেবা বাবদ ১১ কোটি ৫০ লাখ, যা মোট বাজেটের ৩০ দশমিক ৯৮ শতাংশ, বিশেষ অনুদান খাতে ১ কোটি ৫৭ লাখ, যা মোট বাজেটের ৪ দশমিক ২৩ শতাংশ, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৫০ লাখ, যা মোট বাজেটের ৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
এ বছর গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৪৩ শতাংশ।