এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি শিক্ষাঙ্গন

মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে : আমু

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

আজ বুধবার ঝালকাঠি জেলা আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমু বলেন, সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে পুলিশ এবং যুব সমাজকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, অভিভাবকদেরও তাদের সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে চলাফেরা করছে, নিয়মিত স্কুল-কলেজে যাচ্ছে কিনা সে সম্পর্কে খোঁজ-খবর রাখতে হবে।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রী নদী ও খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তাই ঝালকাঠিতে যে সব জায়গায় অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদ করে নদী-খালের পানি প্রবাহ স্বাভাববিক রাখতে হবে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এবাদুর রহমান মনির, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ আনসার উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official